ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পর্দায় নয়, বাস্তবে সাত পাকে বাধা পড়ছেন বনি-কৌশানি! কিন্তু কবে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

২০২৪-এর শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি-কৌশানি। সুখবর দিলেন স্বয়ং বনি। বছর সাতেক আগে তারা পরস্পরকে বলেছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’। সেই শুরু, এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে চার হাত এক হতে চলেছে বনি-কৌশানির। নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই খোলামেলা দুজনে। প্রেমের কথা কোনওদিন গোপন রাখেননি। প্রকাশ্যেই পরস্পরকে বলেছেন, ‘ভালোবাসি তোমায়’। রুপোলি পর্দায় অসংখ্যবার বিয়ে সেরেছেন দুজনে। কিন্তু ভক্তদের বরাবরের প্রশ্ন বাস্তবে কবে বাজবে বিয়ের সানাই? 

এবার এই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং বনি। সুখবরটা অবশেষে দিয়েই দিলেন কৌশানির মনের মানুষ। আপাতত ‘হাঙ্গামা ডট কম’-এর শ্যুটিংয়ে ব্যস্ত বনি। এই ছবিতেও ফের একবার কৌশানির সঙ্গে জুটিতে বনি। বিয়ের প্রসঙ্গত বরাবরই এড়িয়ে যান তারকারা। তবে ‘হাঙ্গামা ডট কম’-এর শ্যুটিংয়ের ফাঁকে বনি জানালেন, নিজের বিয়ের প্ল্যানিং। 

অভিনেতা বলেন, ‘এতো ছবি করছি কারণ সংসার করতে হবে, বিয়ে করতে হবে’। তাহলে তারিখ কি পাকা? বনির জবাব, ‘খুব দেরি করব না। ২০২৪-এর প্রথমেই বিয়েটা সেরে ফেলব’। তবে এখনও বিয়ের তারিখ পাকা হয়নি। বনি-কৌশানির সম্পর্কে শুরু থেকেই সায় রয়েছে দুই পরিবারের। গত বছর পুজোয় মা-কে হারানোর পর সারাক্ষণ কৌশানিকে আগলে রেখেছেন বনি। 

গত বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানি। জোড়াফুলের হয়ে লড়েওছিলেন কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা থেকে। তবে মুকুল রায়ের মতো হেভিওয়েট নেতার কাছে হার স্বীকার করেন এই টালি নায়িকা। ভোটের আগে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি। পরে অবশ্য দল ছাড়েন। তবে বনি বিজেপি-তে থাকাকালীনও জুটির ব্যক্তিগত সম্পর্ক ছিল অটুট। মাঝে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা শোনা গিয়েছিল তবে সেই জল্পনায় জল ঢালেন দুজনেই। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি